মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৫, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ
রাণীশংকৈলে কৃষকলীগের সম্মেলন কমিটি নিয়ে দ্বন্ধ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কমিটি ঘোষনা নিয়ে প্রকাশ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।সম্মেলন মঞ্চে জেলা কৃষকলীগের আহবায়ক পবারুল ইসলাম সর্বসম্মতিক্রমে সভাপতি হিসাবে সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমকে সভাপতি ও দিগেন্দ্র নাথকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করেন। এদিকে ওই দিন রাতে সাড়ে ১১টায় জেলা কৃষকলীগের সদস্যসচিব ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু মোখলেসুর রহমানকে সভাপতি বাবর আলীকে সহ-সভাপতি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক তারেক আজিজকে সাধারণ সম্পাদক ও যুগ্ন সম্পাদক হিসাবে বাপ্পি হোসেনের নাম উল্লেখ্য করে একটি কমিটি দলীয় প্যাডে স্বাক্ষর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। এক সম্মেলনেই কয়েক ঘন্টার ব্যবধানে জেলার শীর্ষ দু নেতার দাড়া দুটি আলাদা কমিটি ঘোষনা হওয়ায়। মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাধারণ নেতাকর্মিদের মাঝে। এদিকে সম্মেলন মঞ্চে জেলা আহবায়ক ঘোষিত উপজেলা কমিটি গত রোববার প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন,জেলা আ’লীগের সভাপতি মু.সাদেক কুরাইশি’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। অন্যদিকে জেলা সদস্য সচিব ঘোষিত উপজেলা কমিটি গত রোববার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন।

এর আগে গত শনিবার দুপুরে পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সল্মেলন শুরু হয়।দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উদ্বোধক হিসাবে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক। সভায় গেষ্ট অব অনারের বক্তৃতা করেন, জেলা আ’লীগ সহ-সভাপতি সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রিয় কমিটির সদস্য আরমানুল হক পার্থ,কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফল বারি, জেলা আ’লীগ যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু,সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, জেলা কৃষকলীগের সদস্য সচিব ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু প্রমূখ। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা কৃষক লীগ আহবায়ক পবারুল ইসলাম।
এ বিষয়ে জেলা কৃষকলীগের আহবায়ক ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক দিগেন্দ্র নাথ রায় বলেন, আসলে এটিতো জেলা সভাপতি’র স্বাক্ষর করা আছে। এবং সকলের সম্মতিক্রমে কমিটি ঘোষনা করা হয়েছে,এটিই আমাদের মুল কমিটি। এক প্রশ্নের জবাবে বলেন, সম্মেলন মঞ্চে ঘোষিত কমিটির বিরুদ্ধে যারা কমিটি করেছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সদস্য সচিব ঘোষিত কমিটি’র সাধারণ সম্পাদক তারেক আজিজ বলেন, আমাদের কমিটি দলীয় প্যাডে ঘোষনা করা হয়েছে। ওই কমিটি কিন্তু দলীয় প্যাডে ঘোষনা করা হয়নি।

জেলা কৃষকলীগের সদস্য সচিব ফরহাদ আহাম্মদ চৌধুরী রিংকু গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, আমাকে বাদ দিয়ে যাদের নাম দিয়ে উপজেলা কৃষকলীগের কমিটি করা হয়েছে তাদের একজন আব্দুর রহিম নৌকার বিরুদ্ধে নির্বাচন করে রাতোর ইউনিয়নের একবার চেয়ারম্যান হয়েছেন । পাশাপাশি সদ্য গত ইউপি নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে এবং বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট করেছেন বলে অভিযোগ রয়েছে।

জেলা কৃষকলীগের আহবায়ক পবারুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, স্থানীয় আ’লীগের সম্বন্বয়ে এবং পরামর্শে সব বিবেচনা করে সম্মেলন মঞ্চে কমিটি ঘোষনা করা হয়েছে। এ কমিটির বাইরে যে কমিটি সদস্য সচিব ঘোষনা দিয়েছেন। সে কমিটি তিনি প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে দলীয় কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শীত বস্ত্র বতিরণ

দেশের জনগন হরতাল-অবরোধ চায় না, তারা চায় শান্তি     -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেশের জনগন হরতাল-অবরোধ চায় না, তারা চায় শান্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুর ৭ই মার্চ পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুরের ৬টি আসনে বাছাইয়ে স্বতন্ত্র ৪ জনের মনোনয়নপত্র বাতিল

ঠাকুরগাঁওয়ে গম বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের ফুটবল ম্যাচ উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রস্তুতিমূলক খেলা

পীরগঞ্জে দুই ওষুধের দোকানকে জরিমানা

বীরগঞ্জে গাঁজা ও মোটরসাইকেল সহ আটক ২

বোচাগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ