বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে কোরবানি ঈদের আগে স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ৩য় ধাপে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ ।
বৃহস্পতিবার সকাল ৮টায় বিরামপুর পৌর শহরের ৪টি স্থানে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। পৌর শহরের ঐতিহ্যবাহী বিরামপুর আনসার মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার ৩য় ধাপের টিসিবি পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী,পৌর কাউন্সিলবৃন্দ, টিসিবি’র ডিলারবৃন্দ প্রমুখ।
টিসিবির পণ্য নিতে আসা নজরুল ইসলাম ও শাহারা বেওয়া (৫৭) বলেন, ঈদের আগে কম দামে এইসব পণ্য কিনতে পেরে আমরা খুব খুশি এবং প্রতিমাসেই যদি এইসব পণ্য দেওয়া হতো তাহলে আমাদের মত সাধারন মানুষের খুব উপকার হতো। সেই সঙ্গে তারা টিসিবি পণ্যের পরিধি বাড়ার দাবিও জানান।
পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী বলেন, আমার পৌর শহরের ঐতিহ্যবাহী আনসার মাঠ, পাইলট হাইস্কুল মাঠ, শিমুলতলী স্কুল মাঠ ও মির্জাপুর স্কুল মাঠসহ ৪টি কেন্দ্রে ভাগ করে ৩ হাজার ৩’শত ৩৩ জন ফ্যামেলি কার্ডধারীর মাঝে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেলসহ একটি প্যাকেজ ৪০৫ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন, যত রাতই হোক না কেনো আজকেই সব ফ্যামেলি কার্ডধারীরকে টিসিবি’র পণ্যে দেওয়া হবে।