বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে আর,জে,ড়ি অটো রাইস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর এক শ্রমিক মিলের হপার থেকে পরে নিহত হয়েছে। জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত ৪ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শ্রমিক মহিরুল ইসলাম (৪০) অটো রাইস মিলের হুপারে উঠেন পরিস্কার কাজের জন্য। পরিস্কার করা অবস্থায় পা পিছলে তিনি প্রায় ৬০ ফিট নিচে পড়ে যান। অন্যান্য শ্রমিকেরা জানান, ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত মহিরুল ইসলাম উপজেলার আটগাঁও ইউনিয়নের আলমপুর গ্রামের মোঃ শহিদ আলীর পুত্র।
নিহত মহিরুলের পরিবারের কোন অভিযোগ না থাকায় বোচাগঞ্জ থানা পুলিশ মহিরুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন। গতকাল বুধবার সকাল ১১টায় নিহতের জানাজা ও দাফন সম্পুন্ন হয়েছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক ঘটনা নিশ্চিত করেন।