শুক্রবার , ১৫ জুলাই ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা পঞ্চগড়, ২১ জুলাই উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৫, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে পঞ্চগড়। আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়কে ভ‚মিহীন-গৃহহীন জেলা হিসেবে ঘোষণা দেবেন বলে জানা গেছে। এর মাধ্যমে জেলার চার হাজার ৮৫০টি ভ‚মিহীন-গৃহহীন পরিবার ঠাঁই পাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মাণ করা আধাপাকা ঘরে। প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর. একটি শৌচাগার, বারান্দা ও সুপেয় পানির জন্য নলকূপ।
পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম থেকে তৃতীয় পর্যায়ের জেলার পাঁচ উপজেলায় চার হাজার ৮৫০টি একক গৃহ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় এক হাজার ৪৯৬টি, বোদা উপজেলায় ৪২৩টি, দেবীগঞ্জ উপজেলায় এক হাজার ৮০৩টি, তেঁতুলিয়া উপজেলায় ৭২৭টি এবং আটোয়ারী উপজেলায় ৪০১টি। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করা দুই হাজার ৪১৬টি একক গৃহ জমির কবুলিয়তসহ ভ‚মিহীন-গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ের দুই হাজার ৪৩৪টি একক গৃহের মধ্যে প্রথম ধাপে ১ হাজার ২১টি গৃহ প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গত ২৬ এপ্রিল হস্তান্তর করা হয়। আর বাকি এক হাজার ৪১৩টি গৃহ হস্তান্তর করা হবে ২১ জুলাই। ইতোমধ্যে এসকল গৃহের কাজ শেষ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এ সকল গৃহ হস্তান্তরের মাধ্যমে ভ‚মিহীন-গৃহহীনমুক্ত হবে পঞ্চগড় জেলা।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন, গৃহহীন, আশ্রয়হীন থাকবেনা। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী এ দীপ্ত ঘোষণা বাস্তবায়নে সারা দেশে ভূমিহীন, গৃহহীনদের একক গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে পঞ্চগড়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে গৃহ নির্মাণ শেষে শতভাগ বাসিন্দারা ঘরে উঠেছেন। তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এক হাজার ২১টি গৃহ হস্তান্তর করা হয়। এই পর্যায়ের দ্বিতীয় ধাপের এক হাজার ৪১৩টি গৃহ নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ করে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চগড় জেলাকে শতভাগ গৃহায়ন (ভূমিহীন ও গৃহহীন মুক্ত) জেলা হিসেবে ঘোষণা করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে টিসিবি বিতরণে অনিয়মের অভিযোগ

অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর এরিয়া’র আয়োজনে ঈদ পূনর্মিলনী ও নিয়মিত সভা

বালিয়াডাঙ্গীতে একাদশ স্কাউট সমাবেশ

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা ঠাকুরগাঁওয়ে আনন্দ উল্লাস

হরিপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা আটক-৭

তেঁতুলিয়ায় দৈনিক যায়যায়দিনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে সড়কের জমিতে অবৈধ স্থাপনা, দপ্তরের চিঠিতেও ব্যবস্থা নিচ্ছে না সওজ

দিনাজপুরে এসি ল্যান্ডের এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় স্থানীয় জনগনের হস্তক্ষেপে আউলিয়াপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ হয়েছে

জবাই করার ভয় দেখিয়ে প্রতিবন্ধীকে ধর্ষন ঃ ধর্ষক প্রেপ্তার

সংসদ নির্বাচন কে সামনে রেখে বীরগঞ্জে মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া