রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এনজিও ভবন ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৬, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
বিরামপুরে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচ.আর.ডি.এফ) নামের একটি এনজিও’র অফিস সম্পদ বিক্রি ও বিল্ডিং ভেঙ্গে ফেলার প্রতিবাদে সংস্থার সেক্রেটারীসহ স্থানীয় সদস্যরা মানববন্ধন করেছে।
শনিবার সকালে বিরামপুর শহরের বেলডাঙ্গায় এইচ.আর.ডি.এফ সংস্থার কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে।

মানববন্ধনে সংস্থার সেক্রেটারী বিশ্বনাথ তিগ্যা বলেন, পৌল চারোয়া তিগ্যা ১৯৯১সালে সংস্থাটি চালু করেন। সেখানে সঞ্চয়, ঋণদান, কমিউিনিটি ডেভেলপমেন্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন্ ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হতো। ২০১০সালে প্রতিষ্ঠাতা মারা গেলে সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংস্থার তৎকালীন পরিচালক লরেন্স বেক ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে সংস্থার বিভিন্ন সম্পদ বিক্রি করেছেন এবং বর্তমানে বিল্ডিং ভেঙ্গে ফেলছেন। এর প্রতিবাদে সংস্থার সেক্রেটারী থানায় অভিযোগ করা হয় এবং শনিবার মানববন্ধন করেছেন।
মানববন্ধনে সংস্থার বর্তমান সভাপতি বাদল তিগ্যা, সেক্রেটারী বিশ্বনাথ তিগ্যা, দাতা নিকোলাস মিঞ্জ, কোষাধ্যক্ষ রজন মÐলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত