দিনাজপুর প্রতিনিধি \
“লক্ষ্য মোদের একটাই রোগী ও রোগীর পরিবারের মুখে হাসি চাই” এই প্রত্যয় নিয়ে মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান করছে দিনাজপুর বøাড ফাউন্ডেশন। সংগঠনটি ১০ জেলায় কাজ করছে। বিগত ২বছর ৬ মাসে ২৩০০ মুমুর্ষ রোগীকে রক্ত দান এবং অসহায়, দরিদ্র ও হতদরিদ্রদের বিনামুল্যে বøাড ব্যাগ দিয়েছে।
গতকাল শুক্রবার অনলাইন দিনাজপুর বøাড ফাউন্ডেশনের উদ্যোগে সকল রক্তযোদ্ধা, স্বেচ্ছাসেবীদের নিয়ে ঈদ আয়োজন ও রক্তদাতা বৃদ্ধিকরণে আলোচনা সভায় এ তথ্য দেয়া হয়। আলোচনা সভা শেষে বøাড ফাউন্ডেশনের ২৩০০ ডোনেট সম্পন্ন হওয়ায় কেক কেটে শুভ সুচনা করা হয়। পরে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার। দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সভায় দিনাজপুর বøাড ফাউন্ডেশনের উপদেষ্ঠা শাহারিয়ার শহিদ মাহবুব হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সম্পাদক মোঃ শামীম কবীর, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর বøাড ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, রক্তদাতা মোছাঃ মারুফা বেগম ও ইরফান লাল প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার বলেন, দেশে মাদকের ভয়াবহতার এইক্ষনে দিনাজপুরের তরুন ও তরুনীরা মানবতার ঝুলি নিয়ে মুমুর্ষ রোগীদের রক্তদানের যে উদ্যোগ গ্রহন করেছে তা প্রশংসার দাবীদার। অসহায়, গরীব রোগীদের পাশে দাড়িয়ে সহায়তা করার মনমানষিকতা সকলের হয় না। এই ফাউন্ডেশনের তরুন-তরুনীদের সহায়ক শক্তিকে আরো বেগবান করতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, দিনাজপুর বøাড ফাউন্ডেশন দিনাজপুর, বগুড়া, ঢাকা, চট্রগ্রাম, বরিশাল, কুড়িগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা ১০টি জেলা নিয়ে কাজ করছে। এই সংগঠনটি দেশের ৬৪টি জেলা নিয়ে কাজ করার ঘোষনা দেন। বর্তমানে এই বøাড ফাউন্ডেশনের সদস্যের সংখ্যা ৪০০০ হাজার বলে জানান সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রাজু।