সোমবার , ২২ মে ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবির সাথে সিটি ব্যাংক এর সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২২, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

উচ্চ শিক্ষায় কৃষি গবেষণার সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গত ১৪ মে সিটি ব্যাংক লিমিটেডের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাবিপ্রবির পক্ষে এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ এবং সিটি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও জনাব মাশরুর আরেফিন। সিটি ব্যাংকের হেড অফিসে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের মলিকুলার বায়োলজি ইউনিটের ইনচার্জ ড. মোঃ ইয়াছিন প্রধান, সিটি ব্যাংকের অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও জনাব শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও জনাব মোঃ মাহবুবুর রহমান, হেড অব কমার্সিয়াল ব্যাংকিং জনাব মোঃ মাহমুদ গনীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক হাবিপ্রবির কেন্দ্রীয় গবেষণারগারে “ডিজিস ডায়াগনস্টিক ইউনিট” নামে নতুন একটি রিসার্স ইউনিট তৈরির জন্য ১ কোটি টাকার পযয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, ফিসারিজ অনুষদ, ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সায়েন্স অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদসহ অন্যান্য অনুষদের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক ও অন্যান্য গবেষকগণ গবেষনা সেবা পাবেন এবং ফসল, মাছ, ও অন্যান্য প্রানীর নতুন/পুরাতন অনেক রোগ নির্ণয় করা সম্ভব হবে। পাশাপাশি ট্রান্সবাউন্ডারি ডিজিস সনাক্তকরা যাবে। ডিজিস ডায়াগনস্টিক ইউনিট প্রতিষ্ঠার মাধ্যেমে কৃষি ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় করার মাধ্যমে রোগের সঠিক নিয়ন্ত্রন পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হবে। এছাড়াও গবেষকগণ বিশ্বমানের গবেষণা করে মানসম্মত সায়েন্টিফিক পেপারে প্রকাশ করতে পারবেন। এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে গবেষণার এক নতুন দ্বার উন্মোচিত হবে যা উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে গুরুত্বপ‚র্ণ অবদান রাখবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মিনা দিবস পালিত

পায়ে হেঁটে দেড়’শ কিলোমিটার পরিভ্রমণে দিনাজপুরের তিন রোভার

রাণীশংকৈলে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

বীরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লম্পট আটক

বোচাগঞ্জে সাবেক চেয়ারম্যান মরহুম সাফিকুল আলমের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি এ্যাড. মুহম্মদ দবিরুল ইসলামকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি – সাদ্দাম

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী শিমুলগাছ বিলুপ্তির পথে

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু’র ম্যুরাল ভাঙচুর প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন