পঞ্চগড় প্রতিনিধি\ আকাশে মেঘ দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামল। কিন্তু কিছু এলাকায় সামান্য বৃষ্টির পরই মেঘ কেটে যাচ্ছে। আবারও শুরু হচ্ছে প্রচন্ড রোদ। পঞ্চগড়ে এ অবস্থা চলছে প্রায় দুই সপ্তাহ ধরে। এরই মধ্যে কড়া রোদের সাথে প্রচন্ড তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। লোডসেডিং আগের চেয়ে অনেক কমে এলেও বাইরের তাপদাহের কারণে বৈদ্যুতিক ফ্যানের বাতাসও গরম লাগছে। ভারী বৃষ্টিপাত না হলে এই অবস্থার উত্তরণ হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের কারণে সৃষ্ট ভ্যাপসা গরম আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।
বর্ষার শুরুতে এবার পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছিল পঞ্চগড়ে। গত ২ জুলাই দেশের মধ্যে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। পরদিন ৩ জুলাই ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে তারা। এর পরের ১২ দিনে গতকাল শুক্রবার পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আকাশে মেঘ জমলেও বৃষ্টি না হওয়ায় তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে পড়েছে মানুষজন। মাঝে মধ্যে সূর্য মেঘে ঢাকা পড়লেও তীব্র গরমে কোন ভাটা পড়েনি। প্রচন্ড গরমের কারণে ঈদের পরও প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। আর যারা প্রয়োজনে বাইরে বের হয়েছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে।