পীরগঞ্জ প্রতিনিধি ঃ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত। এতে বক্তব্য দেন, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ প্রমূখ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাবেক সভাপতি মেহের এলাহী সহ পরিবার পরিকল্পনা দপ্তরের অন্যান্য মাঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।