বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাকড়াই আদিবাসী কমিউনিটি সেন্টারে ১২ ফেব্রুয়ারী ২০২১ ইং বুধবার দুপুর ১২ টায় আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ৭ বিশিষ্ট কমিটি করা হয়। আদিবাসী কমিউিনিটি সেন্টারটি ২০০০ সালে নিবন্ধনকৃত রেজি নং-১৪৯৬। বীরগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ড মাকড়াই আদিবাসী কমিউনিটি সেন্টারে নতুন কমিটির সভাপতি হিসেবে প্রচার প্রচারণা করেন সুলতান হেমরম ও সাধারণ সম্পাদক নিকোলাস সরেনসহ অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কার্লুস কিস্কু, সহ সম্পাদক বিনোদ মুরমু , কোষ্যধক্ষ রতন মার্ডী, মহিলা বিষয়ক লক্ষী হেমরম, সামুয়েল মুরমু। এ ব্যাপারে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচিত ও বর্তমান সভাপতি বাজুন বেসরা জানান, ভোটার আর ভোট বিহীন এই নতুন পকেট কমিটি সম্পূর্ণভাবে অবৈধ ও আইন পরিপন্থি উপায়ে গঠিত হয়েছে। স্থানীয় একটি অপশক্তি ও কুচক্রী মহলের যোগসাজসে জোরপূর্বক উল্লেখিত মনগড়া নতুন কমিটি গঠনের পায়তারা চালিয়ে যাচ্ছেন তারা। স্থানীয় আদিবাসী গোষ্ঠীর অনেকের সাথে কথা বলা হলে তাদের মতামত জানতে পারা যায়, সবমিলিয়ে বীরগঞ্জে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নতুন কমিটি ও পূর্বের কমিটি নিয়ে চলছে চরম মতবিরোধ বলে প্রতীয়মান হচ্ছে।