রবিবার , ১ নভেম্বর ২০২০ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী ল²ী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১, ২০২০ ১০:৪৫ অপরাহ্ণ
বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী ল²ী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

বীরগঞ্জ, দিনাজপুর থেকে বিকাশ ঘোষ : প্রতিবছরের ন্যায় এবছরও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১টি শিবরামপুর, পলাশবাড়ী,শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর,নিজপাড়া, মোহাম্মদপুর,ভোগনগর,
সাতোর, মোহনপুর,মরিচা ইউনিয়নের ১৮৭টি গ্রামের প্রতি গৃহে প্রায় ২০ হাজার সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী ল²ী পূজা অনুষ্ঠিত হয়েছে। কোজাগরী পূর্ণিমায় ল²ীর আরাধনায় সেজে উঠে বাঙালি হিন্দুদের গৃহকোণ। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গে গৃহস্থের আঙিনায় শোভা পায় চালের গুঁড়ো, আলপনায় ল²ীর ছাপ। অনেকে বলে ল²ী মানে শ্রী,সরুচি। পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিবার মন্দিরে ল²ী পূজা করতে আসা তপন চক্রবর্তী জানান, ল²ী সম্পদ যুগে মহাশক্তি হিসেবে তাকে পূজা করা হতো। তবে পরবর্তীকালে ধনশক্তির মূর্তি নারায়ণ সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মালবম্বীরা এ পূজা করে থাকে। এ উপলক্ষে হিন্দু রমণীরা উপবাসব্রত পালন করেন। সন্ধ্যায় ঘরে ঘরে প্রজ্বলন করা হয় প্রদীপ। হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী ল²ী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা- মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহেস্থ অব্দি সবাই দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু বিশ্বাসে ল²ীদেবী দ্বিভুজা। আর তার বাহন পেঁচা। তবে বাংলার বাইরে ল²ীর চতুর্ভুজা কমলে- কামিনী মূর্তিই বেশি দেখা যায়। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী ১৩ কার্ত্তিক,৩০শে অক্টোবর শুক্রবার শ্রীশ্রী কোজাগরী ল²ী পুজো।সন্ধ্যা ৫/৪৯/৩৬ গতে পূর্নিমা আরম্ভ।১৪ কার্ত্তিক,৩১শে অক্টোবর শনিবার শ্রীশ্রী সত্যনারায়ন ব্রতম্। রাত্রি ৭/৫৭/১২ পর্যন্ত পূর্নিমা।পরে প্রতিপদ আরম্ভ। ল²ী দেবীর পূজার দেওয়ার নির্ঘণ্ট রয়েছে। এ সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করবে হিন্দু নর- নারীগণ। সারাদেশের ন্যায়ে বীরগঞ্জে অনেক মন্দিরে ঘরোয়া পরিবেশে ল²ীপূজার নানা ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়। ল²ী পূজা উপলক্ষে বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজারে বৌদ্ধ সাহার দোকানে প্রতিমা কিনার হিড়িক ছিল চোখে পড়ার মতো। ল²ীপূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কবিরগান, মারাহুরার গান সহ চলে নানা আয়োজন। এব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, বর্তমান করোনা পরিস্থিতিতে সনাতন ধর্মালবম্বীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পূজার আয়োজন করায় ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও