দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর জামাল নামে বাইসাইকেল আরোহী স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
নিহত স্কুল শিক্ষক নুর জামাল (৬০) দিনাজপুর সদরের শশরা ইউপির ৮নং ওয়ার্ডের ওমরপাইল গ্রামের মৃত ছলিম চেয়ারম্যানের ছেলে। তিনি পাচঁবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাইসাইকেল চালিয়ে পাচঁবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই মহাসড়ক দিয়ে যাওয়ার পথে শশরা ইউপির জালিয়াপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বাইসাইকেল চালিয়ে বাড়ী থেকে এক কিলোমিটার দূরে পাচঁবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই মহাসড়ক দিয়ে যাওয়ার পথে শশরা ইউপির ওমরপাইল গ্রামের জালিয়াপাড়ার মুরগির খামার এলাকায় পৌছলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। বাসের ধাক্কায় ছিটকে পড়ে ওই শিক্ষক নুর জামাল ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করলে দুইপাশে আটকা পড়ে বিভিন্ন ধরনের যানবাহন। পরে খবর পেয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত পরিদর্শক ননি গোপাল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার সহ সড়ক সচল করেন।
দিনাজপুর সদরের শশরা ইউপি প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ড মেম্বার সফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।