শনিবার , ২৩ জুলাই ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৩, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ

“নৃত্যে তোমার মুক্তির রুপ, নৃত্যে তোমার মায়া- বিশ্ব তণুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া” এই ¯েøাগানকে সামনে রেখে বাংলাদেশের অহংকার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে রবী ঠাঁকুরের এই প্রথম নৃত্য নাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেছে।
চিত্রাঙ্গদার চরিত্রে ছিলেন রওনক আরা হক নিপা, গুহরাত, নূবাহ, অগ্নিলা, মোঃ নাজির মাহফুজ লিমন, পাম্পন, পিংকি, সৃষ্টি, মাইমুনা, রীতি, দীপান্বিতা, মামিতা, আদ্রিতা, ইফতেখার চানু, মাসুম, কঙ্গন, বিজয়।
গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মঞ্চে অগ্নিলা নৃত্য নিকেতনের প্রযোজনায় নবরূপীর সহযোগিতায় ও রওনক আরা হক নিপার পরিচালনায় রবী ঠাঁকুরের এই প্রথম নৃত্য নাট্য চিত্রাঙ্গদা পরিবেশিত হয়।
এর আগে অনুষ্ঠানে শিশু শিল্পীদের উদ্বোধনী নৃত্য দর্শক নন্দিত করে। শিশু শিল্পিরা ছিলেন অদ্রিকা, অগ্নিলা, আরিশা, অর্পা বানাপশা, সম্পূণার্, সৃজনা, ভাগ্যশ্রী, নাতাশা প্রিয়ন্তি, রাইয়া, রাজশ্রী, কৃত্তিকা, তাথৈই, সায়ন্তিকা ও সোহানা।
মঞ্চ ও আলোক পরিকল্পনায়-নয়ন বার্টেল, মঞ্চ নির্মানে-বর্ণ প্রডাক্টশন হাউস, পোশাক পরিকল্পনায়- রওনক আরা হক নিপা, পোশাক নিমার্ণ- মোসাঃ মাসুদা খাতুন ও সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন অগ্নিলা নৃত্য নিকেতনের সভাপতি মোঃ শামীম কবির অপু।
গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নৃত্য নাট্য চিত্রাঙ্গদা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
হুইপ ইকবালুর রহিম বলেন, বিশ্ব মোড়লদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অহংকার পদ্মা সেতুর নির্মাণ বাস্তবায়ন করেছেন। পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে দিনাজপুরে আর কোনো সংগঠন এ ধরনের অনুষ্ঠান করেনি। সে কারণে আমি অগ্নিলা নৃত্য নিকেতনকে ধন্যবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের প্রশিক্ষণের জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করা হবে।
অগ্নিলা নৃত্য নিকেতনের সহ-সভাপতি রেজভিন সারমিনাজ ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল সুজন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহান ও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর এর সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, রাজ দেবত্য এস্টেষ্টের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জমইয়াতে হিজবুল্লাহ মানববন্ধন পালন

ফুলবাড়ীতে ১৫০০ বিঘা জমিতে জলাবদ্ধতা, বছরে ক্ষতি সাড়ে ৭ কোটি টাকা

পীরগঞ্জে মেবারক আলী চক্ষু হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

বীরগঞ্জ পল্লীতে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

ষড়যন্ত্র রুখে দিয়ে সম্প্রীতির সঙ্গে এগিয়ে যেতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাগ ভাঙল বৃদ্ধ বাবার, ফিরলেন বাড়ীতে

টিউলিপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

বিরলের ৩টি ইউনিয়নের নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে আনসার ও ভিডিপি’র ৪৫৯ জন সদস্য-সদস্যা বাছাই

সারাদেশে ধর্ষণ,নারী নির্যাতনের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন, মিছিল করেছে পীরগঞ্জ ছাত্রলীগ

রানীশংকৈলের সাইক্লিং খেলোয়াড় জুঁই এর সময়ের দাবী একটি ভালো সাইকেল ; আর্থিক সহায়তায় অংশ নিলেন মেয়র