হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সারা দেশের ন্যায় জাতীর জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষন কে স্বরনীয় করে রাখতে জাক জমকপুর্ন ভাবে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিএা,হরিপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, হরিপুর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি,হরিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সমাজসেবক মুন্জুর আলম প্রমুখ।