দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটের চিরিরবন্দরে কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে ওই রেলরুটে চিরিরবন্দর রেলস্টেশনের অদুরে রেল লাইন পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটেছে বলে রেলওয়ে পুলিশ জানায়।
এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদুল হক ভুইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, চিরিরবন্দরে বুধবার সন্ধায় কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি(৫০)। তার পরিচয় জানার চেষ্ঠা করা হচ্ছে। এ পর্যন্ত জানা যায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জে তার বাড়ী হতে পারে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে ধারনা করা হচ্ছে।