রবিবার , ৭ মার্চ ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুর থানায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৭, ২০২১ ৮:০২ অপরাহ্ণ

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা পুলিশ এর আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ বিকালে হরিপুর থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক হরিপুর এর প্রকাশক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজারুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম,জেলা পরিষদ সদস্য জামাল উদ্দিন, সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আফজাল হোসেন, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব।

সর্বশেষ - ঠাকুরগাঁও