কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে ৭৭ দশমিক ৬১একর জমি জবর-দখলের অভিযোগ এনে দিনাজপুর প্রেসক্লাবে আদিবাসীদের সংবাদ সম্মেলন করেছে।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলার খালিপপুর গ্রামের মৃত জেঠা হেমরমের পুত্র গনেশ হেমরমের আয়োজনে এবং ভুক্তভোগী অন্যান্য আদিবাসী জনগোষ্ঠির প্রতিনিধিদের উপস্থিততে জমি দখল প্রসঙ্গে নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্যে তারা দাবী করেন,বিগত কয়েক দশক ধরে কুশদহ ইউনিয়নের বহু আদিবাসী মানুষের জমি স্বপ্নপুরীর কর্তৃপক্ষরা জবর-দখল করেছে। এরমধ্যেই আমরা তাদের পোষ্য গুন্ডা বাহিনীর চালানো তান্ডব্যে আদিবাসীরা সর্বশান্ত হয়ে পড়ি। আমাদের কৃষ্টি কালচার সহায় সম্পত্তিসহ এই জন্মভুমি বাংলাদেশেই মাথা উঁচু করে বাঁচতে চাই,এজন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার কাছে সবরকমের সাহায্য ও সহযোগীতার মাধ্যমে ফিরে পেতে চাই আমাদের হারিয়ে সব জমি ও বসতভিটা।
আদিবাসী মানুষের স্বাদ ও স্বপ্ন চুরমার করে এই জমির উপরে তারা গড়ে তুলেছে পিকনিক স্পট স্বপ্নপুরী। তাদের পোষ্য গুন্ডাবাহিনীর সদস্যসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জন নিয়মিত দেশত্যাগের হুমকি-ধমকি, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজিতে আমরা অস্থির হয়ে পড়েছি। আমাদের জীবন ও সম্পদ রক্ষায় আমরা সরকারের সহযোগীতা প্রত্যাশা করছি নইলে অত্যাচারে বাধ্য হয়েই মাতৃভুমি ছেড়ে জীবন বাাঁচাতে পালাতে হবে।
সংবাদ সম্মেলনে সকলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সুজন টুডু ও উপস্থিত ছিলেন উকিল হেমরম, রুবেন মার্ডি, লুইস হাঁসদা ও খুকুমনি হেমরম প্রমুখ।