দিনাজপুর প্রেসক্লাব ভবনে ভিআইপি লাউঞ্জে‘র শুভ উদ্ধোধন করলেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ।
দিনাজপুর প্রেসক্লাব ভবনে একটি রুমকে ভিআইপি লাউঞ্জ হিসেবে প্রস্তুুত করা হয়। গত ৩০ জুলাই রবিবার সন্ধ্যায় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই রুমটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
এসময় উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব কার্য্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কংকন কর্মকার,সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল,সহ সাধারন সম্পাদক রতন সিং, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু,সাংস্কৃতিক সম্পাদক ফখরুল হাসান পলাশ, ক্লাবের নির্বাহী সদস্য শাহরিয়ার শহিদ মাহবুব হিরু,মাহফুজুল হক আনার, মুকুল চট্টোপাধ্যায়, বিপুল সরকার সানি, মাসুদ রেজা হাই,সালাহ উদ্দীন আহমেদ, লতিফুর রহমান, আবু বকর সিদ্দীক, রাশেদ মিলন ও নির্বাহী সম্পাদক মোফাসিলুল মাজেদ নয়ন,সন্তোষ গুপ্ত টিসিএ সভাপতি মনজিদ আলম শিমুল,সাধারন সম্পাদক বরকত হোসেন আরমান, কুরবান আলী, মো: গোলাপ হোসেন, ক্যামেরা পারসন মো: মোস্তফা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সা: সম্পাদক মোশাররফ হোসেন নান্নু,বিশিষ্ট সমাজসেবক আল মামুন বিপ্লব।
এসময় সকলের ঐকান্তিক সহযোগীতা ও প্রচেষ্টায় আগামীতে জনসেবার জন্য এই প্রেসক্লাবকে আরো যুগোপুুযাগী, র্স্মাট এবং উন্নত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংগঠন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যায়ের কথা জানানো হয়।