সোমবার , ১ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃক নির্যাতনের ঘটনায় স্ত্রী আদালতে মামলা দায়ের

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক নির্যাতনের স্বীকার হয়ে নাসরিন বেগম (২২) গুরুতর আহতের ঘটনায় স্ত্রী আদালতে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের নাসিরুল ইসলামের মেয়ে নাসরিন বেগমের সাথে একই বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও গ্রামের সোলেমান আলীর ছেলে সাদ হোসেন (২৪) সাথে গত ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে নাসরিন বেগমের একটি পুত্র সন্তানের জননী হয়। বিয়ের পর হতে তার স্বামী সাদ হোসেন বিভিন্ন অজুহাতে প্রায় সময় যৌতুকের দাবীতে সে তার স্ত্রীর সাথে অসদাচারণ সহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। কিন্তু সন্তানের দিকে চেয়ে সে স্বামী কর্তৃক নির্যাতন নিরবে সহ্য করে আসতে থাকে। গৃহবধু নাসরিন বেগম ঠাকুরগাঁও সরকারী মহিলা কলেজে থেকে অনার্স বাংলা বিষয়ে ফাইনাল পরীক্ষায় উত্তিন্ন হয়ে মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য বাবার বাড়ীতে ২৪দিন অবস্থান করার পর গত ২৫ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ টায় সে তার স্বামীর বাড়ীতে গেলে এ সময় তার স্বামী সাদ হোসেন ও তার পরিবারের লোকজন মিলে আবারো এক লক্ষ্য টাকা যৌতুকের দাবীতে নাসরিন বেগমকে এলোপাথারীভাবে মারপিট সহ হত্যার চেষ্টা করে। পরে তার স্বামী সাদ হোসেন উত্তেজিত হয়ে স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। যৌতুক লোভী স্বামী সাদ হোসেন ও তার পরিবারের অমানবিক জুলুম নির্যাতনের দরুণ গৃহবধু নাসরিন বেগম কাতর হয়ে মাটিতে পরে থাকে। এরই মাঝে তার বাবা নাসিরুল ইসলাম সংবাদ পেয়ে কর্তক ব্যাক্তিকে সাথে নিয়ে তার জামাতা সাদের বাড়ীতে ছুটে গিয়ে সে তার মেয়ে নাসরিন বেগমের শারীরিক অবস্থা আশংঙ্খাজনক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে। এঘটনায় নাসরিন বেগমের বাবা নাসিরুল ইসলাম জামাতা সাদ হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিলে বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মীমাংসা করিয়া লইবে মর্মে সময় ক্ষেপন করে আসলে পরবর্তীতে আপোষ মীমাংসা না হওয়ায় গত ২৬ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঠাকুরগাঁও আদালতে নাসরিন বেগম বাদী হয়ে তার স্বামী সাদ হোসেন সহ ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলাটি শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক বালিয়াডাঙ্গী থানার ওসিকে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খায়রুল আনাম জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় বীরগঞ্জে এক এবং সদর উপজেলায় এক নারীর মৃত্যু

বীরগঞ্জে মেধাবী,দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে 

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে খানসামায়  র‌্যালী, আলোচনা সভা ও মহড়া

দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে খানসামায় র‌্যালী, আলোচনা সভা ও মহড়া

রাণীশংকৈল স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার-৫

আটোয়ারীতে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

দিনাজপুরে আগাম জাতের আমন ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

বীরগঞ্জে অবিরাম প্রবল বর্ষণে আগাম শীতকালীন সবজির ক্ষতি আশঙ্কা

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদি-নাতনীর

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় মাদ্রাসা ছাত্রী উদ্ধারের ঘটনায় আটক —১