বৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবহৃত ছুরি উদ্ধার-ঠাকুরগাঁওয়ে রয়েল বড়ুয়া’কে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেফতার-৩

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২১, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়াকে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার রাতে জমিদারপাড়া মহল্লার নিতাইয়ের ছেলে বলরাম (২০) নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে উৎসব সিংহ (২১) ও রিয়াজ আলী মোল্লা (২১) নামে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। গত মঙ্গলবার রাতে এ ঘটনায় রয়েলের ভাই পোমেল বড়ুয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও ৫/৭ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়, ওই দিন রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে প্রতিমা বিসর্জনের সময় আশ্রমপাড়া ও বাজারপাড়ার লোকদের মধ্যে মারামারি লাগে। রয়েল বড়ুয়া তা থামাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মামলায় আসামীরা হলেন, পৌর শহরের জমিদারপাড়া মহল্লার নিতাইয়ের ছেলে বলরাম (২১) ও অপু (১৮), পাগলার ছেলে সাধন (২২), দেলোয়ার হোসেনের ছেলে রিয়াজ আলী মোল্লা (২১), আবুল হোসেন পুলিশের ছেলে সাগর (২০), হৃদয় (২০), রাজকুমারের ছেলে সাগর (২০), কৃষ্ণ (২১), শাহ আলমের ছেলে কুরবান (২০), টিকাপাড়া মহল্লার সুরেশের ছেলে বাধন (২১), আমান (১৮), গোধুলী বাজার মহল্লার উমাশংকর সিংহের ছেলে উৎসব সিংহ (২২), বাবলু কসাইয়ের ছেলে আল আমিন (২০), আশ্রমপাড়া মহল্লার হিরু (১৮) সহ অজ্ঞাতনামা ৫/৭ জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই জাহিদ হাসান জানান, এ ঘটনায় বলরাম ছুরিকাঘাতের বিষয়টি স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। তাকে সাথে নিয়ে এ কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতদের নামের তালিকা বলরাম প্রকাশ করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রতিমা বিসর্জনের সময় ২ পক্ষের মারপিট থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়–য়া। প্রথমে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে রংপুরে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন রয়েল বড়–য়া।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

নতুন আতঙ্ক! বিশ্বে প্রথম মানব শরীরে বার্ড ফ্লু’র সংক্রমণ

ঠাকুরগাঁও’য়ের ঢোলারহাট ইউনিয়নে পাকা রাস্তার কাজে ব্যাপক অনিয়ম।

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২

হরিপুরে ঝুপরি ঘরে দিন কাটছে অসহায় সোনামতির, ভাগ্যে জোটেনি কোনো সরকারি ঘর

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

পা দিয়ে লিখে হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধা তালিকায় স্থান পেয়েছেন প্রতিবন্ধী মানিক

হরিপুরে ১শ বোতল ফেনসিডিলসহ একজন আটক

নির্বাচনী সহিংসতায় ৩ জন নিহতের ঘটনায় অজ্ঞাত নামা ৭০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ঠাকুরগাঁওয়ে সকল সরকারি দপ্তর প্রধানদের বিভাগীয় কমিশনারের হুশিয়ারী