সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২২ ৮:২২ অপরাহ্ণ

দিনাজপুর সদরে রাতে মাছ ধরার জন্য কারেন্টের জাল বসানোর সময় পানিতে ডুবে আব্দুস সালাম নামে একজন মারা গেছেন।
গত রবিবার মধ্যরাতে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউপির ভবাইনগর ও চুনিয়াপাড়া এলাকার মাঝে এই দূর্ঘটনাটি ঘটেছে।
মৃত আব্দুস সালাম (৪০) দিনাজপুর সদর উপজেলার ভবাইনগর মাঝাপাড়ার আইনুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাত ১১টার দিকে বাড়ী থেকে ভবাইনগর ও চুনিয়াপাড়া এলাকার মাঝে জমিতে মাছ ধরার জন্য কারেন্টের ফান্দি জাল বসাতে যায়। কিন্তু রাত ১২টার পরেও বাড়ীতে ফিরে না আশায় পরিবারের সদস্যরা খুজতে বাহির হয়। খোজাখুজির এক পর্যায়ে ওই কারেন্টের জালসহ তার মৃতদেহ পানিতে ভাসতে দেখা যায়।
শশরা ইউপির চেয়ারম্যান রানা মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আব্দুস সালামের মৃতের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও