বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোঃ জাকির হোসেন সুজন (২২)নামে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মোঃ জাকির হোসেন সুজন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মোঃ মাজেদ ইসলামের ছেলে।
সোমবার(১৮ জুলাই -২০২২) দুপুর ১২টায় বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের মহুগাঁও বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশন অফিসার মোঃ মেরাজ আলী জানান, মটার সাইকেল নিয়ে নিজ বাড়ী হতে বীরগঞ্জে আসছিলেন মোঃ জাকির হোসেন সুজন। পথে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের মহুগাঁও বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার এস আই কাওসার সজল বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।