খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী শাহ মোঃ ওবায়দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভায় আগামী ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন ও ৮ আগস্ট ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন উপলক্ষে কর্মসূচী বিষয়ে আলোচনা হয়।