ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আপৎ কালীন বীজ মজুদ কেন্দ্রের চুক্তিবদ্ধ গম চাষিদের বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের কলেজপাড়াস্থ আপৎ কালীন বীজ মজুদ কেন্দ্রের প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর গম ও ভুট্রা গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল হাকিম, বীজ প্রত্যয়ন এজেন্সির জেলা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, বিএডিসির ঠাকুরগাঁও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ পরিচালক মিজানুর রহমান, কন্ট্রাক গ্রোর্য়াস জোনের উপপরিচালক ফারুক হোসেন, আলু বীজ কেন্দ্রের উপপরিচালক উৎপল কুমার সাহা, খামারের সিনিয়র সহকারী পরিচালক রুহুল আমিন, আপৎ কালীন বীজ মজুদ কেন্দ্রের সিনিয়র সহকারি পরিচালক সোহেল রানা, সাজেদুর রহমান প্রমুখ। এসময় শতাধিক চুক্তিবদ্ধ গমচাষী দিনব্যপি প্রশিক্ষণ গ্রহণ করে।