ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়মক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউএনডিপি’র সহযোগীতায় দৌলতপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইমাম, পুরোহিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষকদের নিয়ে এ সভা হয়। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।