বুধবার , ১০ মে ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১০, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৯ মে ২০২৩, মঙ্গলবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। আগামী ২৫ মে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ৬ জন প্রার্থীসহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। ভোটারদের মন জয়ের জন্য কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এ প্রচারণা আর গণসংযোগ। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- তারুণ্যের অহংকার লিমন সরকার (তালা), সাবেক ভাইস চেয়ারম্যান রবীন্দ্র নাথ গবিন বর্মনের ছেলে, শিক্ষক ও লেখক সতীশ চন্দ্র বর্ম্মন(উড়োজাহাজ),বি,এস সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (কুয়েট) ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় (চশমা),ক্রীড়া জগতের পরিচিত মুখ মো.মাহমুদুল হাসান(টিউবওয়েল), শ্রমিক নেতা মো.জহিরুল ইসলাম (মাইক) ও শ্রমিক নেতা মোনায়েম মিঞা (বই) প্রতীক প্রদান করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার
ও রিটার্নিং অফিসার মো.শাহিনুর ইসলাম প্রামাণিক। প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ১৯৮৫ সনে প্রতিষ্ঠিত বীরগঞ্জ উপজেলার বর্তমান আয়তন ৪১৩ দশমিক ০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৩ লাখ জন। ভোটার ২ লাখ ৬১ হাজার ৩৯৩ জন । এর মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ২৪০ এবং নারী ১ লাখ ৩০ হাজার ১৫৯। নির্বাচনে কেন্দ্র ৮০টি এবং বুথ ৭৭২টি । বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচনী প্রচারণা আর গণসংযোগে এগিয়ে রয়েছে প্রার্থী লিমন সরকার আর তার কর্মী বাহিনী। তারা বিভিন্নভাবে ভোটারদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ দলের সব সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দেখা গেছে প্রচারণায়। সর্বপরি ‘মহড়া’ ভোটে গতি বাড়ছে তালা প্রতীকের। অন্যদিকে তার গতবারের চিরপ্রতিদ্বন্দ্বী মোনায়েম মিঞা প্রার্থীর পক্ষে জোড়েশোড়ে তেমন প্রচারণা দেখা যায়নি। বীরগঞ্জ উপজেলায় বিকালের পর থেকে মাইকিং ছাড়া হলেও বিভিন্ন এলাকা প্রার্থীদের পোস্টারে সয়লাব হতে শুরু করেছে। উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং ও অফিসার আখিঁ সরকার জানান, বীরগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার কেউ করেনি। বিকাল ৪ টার পর থেকে শুরু হয় প্রার্থীদের মাইকিং। সিনিয়র জেলা নির্বাচন অফিসার
ও রিটার্নিং অফিসার মো.শাহিনুর ইসলাম প্রামাণিক জানান, নির্বাচন কমিশন সচিবালয় ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ মে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোবাইল টিম মোতায়েন থাকবে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানিয়েছেন, বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী সতর্ক অবস্থায় আছে। এ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তিনি আশা করছেন নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত এ রকমই থাকবে। প্রসঙ্গত: বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কতৃক বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গত বছরের ২৫ ডিসেম্বর রবীন্দ্রনাথ গবিন বর্মন বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে বৃহস্পতিবার সকাল ০৯ টা হতে বিকেল ০৪ টা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাহারোলে আদিবাসী ও দলিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বঙ্গবন্ধু জাতীয়  চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

বঙ্গবন্ধু জাতীয় চাম্পয়িনশীপ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

ঠাকুরগাঁওয়ে শীতের আগমনে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

হরিপুরে কাস্তের আঘাতে প্রাণ গেলো স্ত্রীর, আটক স্বামী

বীরগঞ্জে কাঁদা – মাটির রাস্তার বেহাল দশা,ভোগান্তি চরমে

পঞ্চগড়ে ট্রেনে নাশকতা রোধে কাজ শুরু করেছে আনসার সদস্যরা রেলস্টেশন পরিদর্শন উপ মহাপরিচালক’র

পীরগঞ্জে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

হরিপুরে খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ