দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে দুই সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেইসঙ্গে রংমিশ্রিত বেশ কিছু সেমাই ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে পুলিশের সহায়তায় বাংলাহিলি বাজারে অভিযান চালিয়ে এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এ সময় সেখানে উপজেলা স্যানিটারি পরিদর্শক আতিকুল হক উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ও সারের বাড়তি দাম নেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ফজলুর রহমান ও নবিবুল ট্রেডার্সকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে কয়েকটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে রংমিশ্রিত বেশ কিছু সেমাই ধ্বংস করা হয়। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। সেইসঙ্গে আমাদের হটলাইন নম্বর খোলা রয়েছে। যেকোনো ভোক্তা অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।