বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের নওগাঁও তাঁতিপাড়া হরি মন্দিরের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। এমপি গোপাল বলেন, মুক্তিযুদ্ধের নির্দেশিত পথে আমাদের একমাত্র কান্ডারী শেখ হাসিনা। তিনি আরও বলেন, স্রষ্টার সান্নিদ্ধের পূর্ব শর্ত সৃষ্টির প্রতি ভালোবাসা প্রতিষ্ঠিত করা, সৃষ্টিকে ভালোবাসা সৃষ্টির পথে দায়িত্ব পালন করা এবং তার কোন সৃষ্টির প্রতি অন্যায় অবিচার না করা। প্রত্যেক ধর্মের মূল কথা যারা সাম্প্রদায়িকতার নামে বিভেদ সৃষ্টি করে তারা কোন ধর্মের প্রতি তাদের আনুগত্য আছে এটা প্রমাণ রাখে না। ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক। কিন্তু ধার্মিক ধর্মপ্রাণ মানুষ আমাদের নৈতিকতাকে বিকশিত করে একটি সমাজকে সুন্দর করে তুলে। সোমবার (১৯ ডিসেম্বর -২০২২) সন্ধ্যায় নওগাঁও তাঁতিপাড়া হরি মন্দির কমিটির আয়োজনে হরি মন্দির কমিটির সভাপতি জশবাবু রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ইয়াসিন আলী, ভোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরিপদ রায়, উপজেলা হিন্দু- বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পি, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কামাল হোসেন সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ন রায় (নয়ন)।