সোমবার , ১৪ ডিসেম্বর ২০২০ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন বীরগঞ্জ পৌর নির্বাচনে কে হচ্ছে নৌকা মাঝি!

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৪, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে সরগরম হয়ে উঠেছে বীরগঞ্জ পৌরসভার প্রতিটি এলাকা। তফসিল অনুযায়ী বীরগঞ্জ পৌরসভায় ২০২১ সালের ১৬ জানুয়ারি ইবিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আলোচনায় এখন কে হবেন নৌকার মাঝি! তফসিল ঘোষণার পর থেকেই পৌর নির্বাচন ঘিরে ইতোমধ্যে সরগরম তৃণমূলের রাজনীতি। নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। গণসংযোগ,উঠান বৈঠকের পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা শুরু করেছেন লবিং। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে আওয়ামী লীগ। এই পৌরসভায় ক্ষমতাসীন দলে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি। বিরোধী দলগুলোর তেমন তৎপরতা না থাকায় নিজেরাই এখন নিজেদের প্রধান প্রতিপক্ষ ভাবছেন। এবারও একক প্রার্থী চূড়ান্তে হিমশিম খাবে দলটি। বর্তমানে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ৫ জন সম্ভাব্য প্রার্থীর নাম তৃণমূল থেকে কেন্দ্রে পাঠিয়েছেন নেতারা। প্রায় ২২ হাজার ৭৮০ জন ভোটার অধ্যুষিত বীরগঞ্জ পৌরসভা সৃষ্টির পটভূমি/ইতিকথাঃ দিনাজপুর জেলার উত্তরে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন বীরগঞ্জ উপজেলা ১১(এগার)টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি বড় উপজেলা। এ উপজেলা সদরের ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের ৪টি মৌজার আংশিক এলাকা ৬.৩০বর্গ কি.মি. আয়তনে তৎকালিন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল­াহ আল কাফীর পৃষ্টপোষকতায় এবং বীরগঞ্জের গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের সার্বিক সহযোগিতায় ২০০২সালের ১৫জুন তারিখে বীরগঞ্জ পৌরসভা স্থাপিত এবং পদযাত্রা শুরু হয়। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য ইতোমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিনসহ হাফ ডজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সরেজমিনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে তারা জানান, চূড়ান্ত মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এই ৩ প্রার্থীর মধ্যে তুলনামূলক এগিয়ে রয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম। স্কুল জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত। দলের স্বার্থে অনেক বার নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ঘোষিত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২, ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ শে ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি ভোট গ্রহণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহের উদ্বোধন

এপেক্স ক্লাব এর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ

আবারও বাংলাবান্ধায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

রাণীশংকৈলে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ

উত্তর বঙ্গের প্রথম থ্রি ডি স্পীড ব্রেকার বীরগঞ্জে

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চলছে গানে গানে প্রচারণা

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে। একদিনে ৭ জন আক্রান্ত। মৃত্যু ০১ জন।

লকডাউনের পঞ্চমদিনে গ্রেফতার ৪১৩, জরিমানা সাড়ে ১৩ লাখ