হাজার হাজার মানুষের অশ্রæসিক্ত, শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলো দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী অপর্না তাসিন (১৪)। সকাল থেকেই অপর্নার মুন্সিপাড়াস্থ বাসভবনে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা ভীড় জমায়। কান্না ও আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এই বয়সেই যেন অপর্নাকে বিদায় জানাতে সকলেই কষ্ট পাচ্ছে এমন একটি দৃশ্যের সৃষ্টি হয়।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও আইডিইবি’র জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আব্দুল আউয়াল ও জেলা মহিলা আওয়ামীলীগ নে নেত্রী রুনা লায়লা এর দ্বিতীয় কন্যা অপর্না তাসিন (১৪) এর নামাজের জানাযা গতকাল ১৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে সম্পন্ন হয়।
জানাযা শেষে ফরিদপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাযা ও দাফন কাজে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, পোশাজীবিসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন।
জানাযা ও নামাজে অংশ নেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জাফর আলী সিদকার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এসএম শাহিনুর ইসলাম, ইইডি দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর,গাইবান্ধার নির্বাহী প্রকৌশলীবৃন্দ, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, জেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দীন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, সাপ্তাহিক পুনর্ভবার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আবু ইবনে রজব, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক একে আজাদ, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, সাবেক জাতীয় খেলোয়াড় আলহাজ্ব মিজানুর রহমান পাটোয়ারী বাবু, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেক হুসেন, বিসিএমসিএল পার্বতীপুর কয়লা খনির সহকারী প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিমসহ দিনাজপুরের বিভিন্ন সরকারি-পলিটেকনিক ইনস্টিটিউট ও বেসরকারি পলিটেনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ সহ মরহুমার পরিবারবর্গ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খিবৃন্দ। জানাযায় ইমামতি করেন মাওলানা আশফাক। আজ শুক্রবার বাদ আছর নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।