বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ” মুজিব শতবর্ষের অঙ্গীকার, প্রতিষ্ঠিত হোক গৃহহীন ভূমিহীনদের খাস জমিতে অধিকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জম্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণ,ভূমি অধিকার ও ভূমি সংস্কার বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর -২০২২) বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সুজালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় ভূমি অধিকার ও ভূমি সংস্কার বিষয়ক সুধী সমাবেশে সুজালপুর ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান মো.আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অদ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিকাশ ঘোষ, সিডিএ নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নের বব্যস্থাপক তারা খাতুন,উন্নয়ন সংস্থা সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সেলিম রেজা, আব্দুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও দৌলতপুর জন সংগঠনের সম্পাদিকা রশিদা বেগম, নিজপাড়া জন সংগঠনের সভা প্রধান নরেন চন্দ্র দাস, কুমোরপুর জনসংগঠনের সভা প্রধান বিনয় চন্দ্র রায়, সিডিএ এর ম্যানেজার ও বাস্তবায়ন মো.কামরুজ্জামান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিএ গ্রাম সমন্বয়ক মো.আমিনুল ইসলাম। সিডিএ এর গড়ে উঠা ১১টি গ্রাম ভিত্তিক জন সংগঠনের দারিদ্র্য ও ভূমিহীন নারী-পুরুষ সদস্যের পক্ষে জন সংগঠনের ৫নং সুজালপুর ইউনিয়ন ভূমিহীন সমন্বয় পরিষদ প্রতিনিধিত্ব করে আসছে বলে আয়োজকেরা জানান।
সমাবেশে প্রায় দু’শতাধিক ভুমিহীন নারী পুরুষ অংশ গ্রহণ করেন।