সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে অসময়ের শিমের কেজি ২৪০ টাকা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২২, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ

বাজারে শীতের সবজি সিম আসতে এখনও ঢের বাকি। তবে দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারে উঠেছে অসময়ের শিম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে।
এছাড়া, বাজারে উঠেছে টমেটো। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমদানি হওয়া গাজর বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। অসময়ের সবজির স্বাদ নিতে কেউ কেউ কিনলেও অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছেন বলে জানান দোকানিরা।
ক্রেতা সিদ্দিক হোসেন বলেন, ২১ আগস্ট বাজারে সবজি কিনতে গিয়ে এই মৌসুমে প্রথম শিম দেখতে পেলাম। সাধারণত এখন শিমের মৌসুম নয়, তাই অসময়ের শিমে স্বাদ নিতে ৬০ টাকায় আড়াইশ’ গ্রাম কিনেছি। সঙ্গে টমেটো ও গাজর কিনেছি অল্প পরিমাণে। তবে দামটা বেশি। দাম কমলে সবাই কিনতে পারতো।’
সবজি কিনতে আসা ইসরাফিল আলম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেশি। এ কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বাজারে অসময়ের সবজি উঠেছে। দেখে কিনতে ইচ্ছে হলেও, দাম শুনে ইচ্ছে শেষ হয়ে গেছে।’
বিক্রেতা আব্দুল খালেক বলেন, আমরা সাধারণত জেলার বিরামপুর ও ফুলবাড়ি অঞ্চল থেকে সবজি সংগ্রহ করে হিলি বাজারে বিক্রি করে থাকি। আমাদের অঞ্চলের শিম আসতে এখনও বেশ কিছুদিন বাকি। কিন্তু ইতোমধ্যে যশোর অঞ্চলের কৃষকদের শিম বাজারে উঠতে শুরু করেছে। ফুলবাড়ি হাট থেকে ২০০ টাকা কেজি দরে শিম কিনে এনেছি। সঙ্গে পরিবহন খরচ আছে। সব মিলিয়ে বিক্রি করছি ২৪০ টাকা কেজি দরে। এছাড়া আমাদের অঞ্চলে এখনও টমেটো উঠেনি। কিন্তু ফুলবাড়িতে উঠতে শুরু করায় সেখান থেকে নিয়ে এসেছি। প্রতি কেজি টমেটো ১৬০ টাকা দরে কিনেছি। বিক্রি করছি ২০০ টাকা কেজি দরে। চাহিদা থাকায় চায়না থেকে আমদানি হওয়া গাজর বগুড়া থেকে এনে বিক্রি করছি। এটিও ২০০ টাকা দরে কিনে এনে ২৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। অসমের সবজি হওয়ায় অল্প পরিমাণে এনেছি। স্বাদ গ্রহণের জন্য কেউ কেউ কিনলেও দাম বেশি হওয়ায় অনেকে না কিনেই ফিরে যাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে শিল্পপতি আহসান হাবীব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

রাণীশংকৈলে সা,পের কা,মড়ে এক যুবকের মৃ,ত্যু

খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পাচ্ছে ৪০ হাজার পরিবার

ঠাকুরগাঁওয়ে লাউথুতি এস, সি, উচ্চ বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটি গঠন, প্রধান শিক্ষকের রুমে তালা দিয়েছে অভিভাবকেরা !

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস দোকানে

কেয়ার নার্সিং কলেজের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির পানির প্রত্যাশায় বিশেষ নামাজ আদায়

সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে কাহারোল সেতুসহ দেশের ১শ টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ