দিনাজপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মানবাধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে ইউএনডিপির মানবাধিকার কর্মসূচির সহায়তায় ও অবলম্বনের আয়োজনে মাল্টি স্ট্যাকহোল্ডার কোর্ডিনেশন মিটিং অন হিউম্যান রাইটস শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত।
দিনব্যাপী কর্মশালায় জেলার ১৩ উপজেলা থেকে আগত মানবাধিকার কর্মী, এনজিও প্রতিনিধি, ইমাম,কাজী, নারী নেত্রী, জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী সংগঠক, আদিবাসী ছাত্রনেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। কর্মশালায সঞ্চালকের ভূমিকা পালন করেন জাতিসংঘের হিউম্যান রাইট সংস্থার কমিউনিটি ও মাইনোরিটি এক্সপার্ট শংকর পাল ও পল্লী শ্রী‘র প্রোগ্রাম ম্যানেজার শামসুন্নাহার । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী।