মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের পরিচিতি সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৩০, ২০২২ ৮:১২ অপরাহ্ণ

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪২৯ বাংলা সনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান এ্যাডভোকেট সরোজ গোপাল রায়।
নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোঃ খাদেমুল ইসলাম ও এ্যাডভোকেট মোঃ রইস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত প্যানেলের সভাপতি প্রার্থী ও সমিতির বর্তমান সভাপতি মোঃ একরামুল আমিন, সাধারণ সম্পাদক প্রার্থী সমিতির বর্তমান মোঃ তহিদুল হক সরকার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী হাজী মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী সারওয়ার আহমেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত ঐক্যজোট সমর্থিত সভাপতি প্রার্থী মোঃ আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোল­া মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে ভোট প্রদানের জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান।
পরিচিতি সভায় বক্তারা বলেন, সকল দ্বিধা-দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আর সবাই ঐক্যবদ্ধ হলে আইনজীবীদের সকল সমস্যা সমাধান সম্ভব। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
সভায় একজন বক্তা বলেন, সমিতির প্রত্যেক আইনজীবী নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন। তাই একই ব্যক্তিকে বার বার ভোট নির্বাচিত না করে নতুনদের সুযোগ দিলে সবাই যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন।
আলোচনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩টি প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এবারে ৩টি প্যানের থেকে মোট ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর শনিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সর্বমোট ৫৩৯ জন ভোটার আইনজীবী ভোট প্রদান করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

ভারত থেকে এলো ডেঙ্গু-ম্যালেরিয়া- এইচআইভি টেস্টের কিট

গরু হাল হারিয়ে যাচ্ছে

পঞ্চগড়ে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনও দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রির কার্য নির্বাহী পরিষদের সঙ্গে পৌর পরিষদের মতবিনিময় মডেল পৌরসভায় রূপান্তরে সহযোগীতা চাই- ভারপ্রাপ্ত মেয়র

বীরগঞ্জে ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায়

সাবেক ছাত্রলীগ সভাপতি খাইরুল আলমের শোক সভা

করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও বীরগঞ্জে জনসচেতনতা বাড়ছে না

মহামারি করোনা ভাইরাসে বীরগঞ্জে খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু