মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জ ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দূর্ভোগে চার উপজেলার মানুষ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৩০, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সেনিহারি নামক স্থানে হলদিয়া নদীর উপর মানিকপীড় ব্রীজটি দেবে যাওয়ায় চার উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে মানুষকে।
জানা গেছে, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে ১নং নাফানগর ইউনিয়নের সেনিহারি এলাকায় হলদিয়া নদীর উপর মানিকপীড় ব্রীজটি চলতি বছরের ১৯ মে ভোরের দিকে দেবে গেলে স্থানীয় প্রশাসন ঐ দিন সকাল থেকে মোটর সাইকেল ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। যার ফলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রানীসংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলার সাথে দিনাজপুর জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে বিকল্প রাস্তা হিসেবে বোচাগঞ্জ উপজেলার বকুলতলা-বীরগঞ্জ সড়ক দিয়ে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে এসব যানবাহনকে। স্থানীয়রা জানান, ওভারলোড যানবাহন, অতিবৃষ্টি ও সম্প্রতি ব্রীজটির তদদেশ পর্যন্ত নদী খনন করার ফলেই ব্রীজটি দেবে যেতে পারে বলে তাদের আশংকা। স্থানীয় প্রশাসন দেবে যাওয়া ব্রিজটিতে তাৎক্ষনিক ভাবে বালুর বস্তা দিয়ে রেখেছেন এবং ব্রীজটির দুইপাশে^ চলাচলকারী যানবাহন ও পথচারীদের সর্তকতায় সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে ঠাকুরগাঁও জেলার ৪টি উপজেলার মানুষ ও যানবাহন দিনাজপুর সহ ঢাকা যাতায়াত করে থাকেন। এসব উপজেলার সাথে দিনাজপুর, রংপুর, বগুড়া ও ঢাকার দুরুত্ব অনেক কম হওয়ায় যাত্রী সহ যানবাহন এই সড়কটি দিয়ে চলাচলে স্বাচ্ছন্দবোধ করেন। কিন্তুু ু গত ৩ মাস ধরে ব্রিজটির উপর দিয়ে বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় দূর্ভোগে পড়তে হয়েছে এলাকার হাজার হাজার মানুষকে।
এ ব্যাপারে বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর জানান, বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে ঠাকুরগাঁও জেলার ৪টি উপজেলার মানুষ ও যানবাহন দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে থাকেন। ব্রিজটি দেবে যাওয়ায় ঐ এলাকার মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা ইতিমধ্যে ব্রিজটি দ্রæত নির্মানের জন্য প্লান করে পিটি অফিসে পাঠিয়েছি। আশা করছি যত দ্রæত সম্ভব ব্রিজটি নির্মান কাজ শুরু করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু-৭৪, আক্রান্ত-৬হাজার ৮৫৪জন

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

পীরগঞ্জের বৈরচুনায় ২৫জন চোরাকারবারী আত্মসমর্পণ করলেন

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

বোচাগঞ্জে শ্রমিক ইউনিয়ন ২৪৫ এর শ্রমকল্যাণ উপ-কমিটি ঘোষনা ও অফিস উদ্বোধন

ইয়াবা ব্যবসায়ী সোহেল রানা ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে গ্রেফতার!

ঘোড়াঘাটের  সাংবাদিক মনোরঞ্জন  মহন্ত ভুট্টুর বাবা আর নেই

ঘোড়াঘাটের সাংবাদিক মনোরঞ্জন মহন্ত ভুট্টুর বাবা আর নেই

বালিয়াডাঙ্গীর ৮৮০ শ্রমিক সরকারী সহযোগিতায় বোরো ধান কাটতে গেলেন হাওর অঞ্চলে

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

পুলিশ সপ্তাহে হতদরিদ মোমেনা’র একটি ঘর কপালে জুটলো