বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী বিশাল জনসভা হাজারো মানুষের ঢল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৪, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ

আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন, আর উন্নয়নের মার্কা নৌকা। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারদের মূল্যবান ভোট নৌকা মার্কার পক্ষেই হোক। আমি বিশ্বাস করি আপনারা বিগত দিনের মতই এবারও বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করবেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

নৌকার মাঝি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশের জনগণ দেশের উন্নয়ন চায়; আর এ উন্নয়ন করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। আর ঐ বিএনপি-জামায়াত বা জাতীয় পার্টি তারা উন্নয়নের নামে লুটপাট করে। তাই দেশের জনগণ উন্নয়নের মার্কা নৌকার পক্ষে আছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ঠাকুরগাঁও সদর আসনের ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই সাথে এই আসনে মেগা মেগা প্রকল্প বাস্তবতায়নের পক্ষে। এসব মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ সরকার দরকার৷ আওয়ামী লীগ ছাড়া কেউ এসব উন্নয়ন করতে পারবে না। তাই জনগণ ভুল সিদ্ধান্ত নিবে না মনে করছি।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান নৌকা মার্কার প্রার্থী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হক বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল রব্বানীর সঞ্চালনায় জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম ফারুক রুবেল, অ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সন্তোষ কুমার আগরওয়ালা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপ-দফতর সম্পাদক নুরুল হক জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, বাংলাদেশ ছাত্র লীগের সহ-সভাপতি সানোয়ার পারভেজ পুলক, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর,এছাড়াও বক্তব্য রাখেন, ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফুল ইসলাম, ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ২নং আখানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যা রোমান বাদশা, ১৪ নং রাজাগাঁও ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার, ২১নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ১৪নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিপেন্দ্রনাথ ঝা, ২১নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, ২২নং সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নোবেল চন্দ্র রায় প্রমূখ। জনসভায় বিভিন্ন এলাকার ৮ জন বিএনপি সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন। সভা শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্র লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

৪ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশের প্রথম জেলা হিসেবে ভূমিহীন-গৃহহীনমুক্ত জেলা হচ্ছে পঞ্চগড়

দিনাজপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর

“এক ফোনেই বাসায় পৌঁছে যাচ্ছে পণ্যসামগ্রী”

চীন বিশ্বের কাঠগোড়ায়: উইঘুরদের বলপূর্বক বন্ধাকরনের ফলে জন্মহারে হ্রাস

ঠাকুরগাঁওয়ে করোনা সংকট মোকাবিলায় হাসপাতালে ৫টি অক্সিজেন ও উন্নত মানের মাস্ক প্রদান

ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত

বীরগঞ্জে ভূমিহীন সমন্বয় কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার  অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

বিরামপুরে চাঁদপুর মাদ্রাসার অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

রাণীশংকৈলে সড়ক র্দূঘটনায় হাফেজ আরিফের মৃত্যু