শনিবার , ৯ জুলাই ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুরের কয়েক স্থানে ঈদুল আজহার নামায আদায়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৯, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে দিনাজপুর সদরসহ ৬টি উপজেলায় ৫০টি স্থানে পবিত্র ঈদুল আজহার নামায আদায় করেছেন।

শনিবার সকাল ৮টায় দিনাজপুর শহরের পাটি সেন্টারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ঈমামমতি করেন জেলার বিরল ইন্টারন্যাশনাল ফ্যামিলি কেয়ার মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক। শহরের বিভিন্ন মহল্লা থেকে দেড় শতাধিক মুস্ল্লী এখানে নামাজ আদায় করেন। এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর গ্রামের মসজিদে এবং একই সময় আয়ড়া মাদরাসা মাঠে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতে ১৬ গ্রামের প্রায় ২০০ মুসল্লি নামাজ আদায় করেন।
খয়েরবাড়ি জামে মসজিদে মো. দেলোয়ার হোসেন কাজী এবং আবু হোরায়রা আয়ড়া মাদরাসা মাঠের জামাতের ইমামতি করেন। জামাতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন।
এছাড়াও দিনাজপুর জেলার বিরল উপজেলার বালান্দোর ও ভাড়াডাঙ্গী বাজারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম ও সাইতাড়া, কাহারোল উপজেলার রসুলপুর, জয়নন্দ ও গড়েয়া, এবং বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে।
সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে বিচ্ছিন্নভাবে এসব এলাকার কিছু মানুষ ঈদের জামায়াত নামায আদায় করে এবং নামায শেষে তারা পশু কোরবানী করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন বলেন, এবার জেলার প্রায় ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে প্রায় ২ শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রী ধর্ষণ ধর্ষক গ্রেফতার

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে অগ্নিকান্ড

হরিপুরে পালিত হলো পুলিশ সপ্তাহ ২০২২

ঠাকুরগায়ে শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভা ও র‌্যালি

বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ”অবসরে”

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মাসিক আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়

ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার

সমন্বয়ককে ধমক পঞ্চগড়ের সাবেক সাংসদ নাঈমুজ্জামানের বিরুদ্ধে জিডি

বীরগঞ্জে বিশেষ অভিযানে গাঁজাসহ মহিলা আটক, পলাতক -২