মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩ মাস হয়েছে এখনো উদ্ধার করতে পারেনি স্কুলছাত্রীকে ! বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন আসামিরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৬, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল মাহাতপাড়া গ্রামের স্কুলছাত্রী হাসনাত জাহান মুনিরা (১৪) অপহরণের ৩ মাস অতিবাহিত হলে ও পুলিশ তাকে উদ্ধার করেত পারেনি। মামলার মূল আসামি মানিক (২১) ধরাছোঁয়ার বাইরে থাকায় বাদীর পরিবারে লোকজন মামলা তুলে নেয়ার হুমকী প্রদান করেন । মামলার সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল মাহাতপাড়া গ্রামের আব্দুল হক অরফে বিশুর ছেলে মানিক (২১) দীর্ঘ দিন ধরে একই গ্রামের হুমায়ুন কবীরে মেয়ে ও নবম শ্রেণির ছাত্রী হাসনাত জাহান মুনিরাকে স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসতে থাকে। মানিকের আচরণের বিষয়ে তার অভিভাবককে একাধিকবার জানানো হলেও তারা কোনো প্রদক্ষেপ নেয়া নেননি। হুমায়ুন কবীর জানান, মেয়েকে ফিরে পেতে আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু ৩ মাস অতিবাহিত হলেও আমার মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলার মূল আসামি মানিক (২১) ধরাছোয়ার বাইরে থাকায় আমার পরিবারে লোকজন ও আমাকে মামলা তুলে নেয়ার হুমকী প্রদান করেন । এদিকে, এলাকার একটি কু-চক্রী মহলের গভীর ষড়যন্ত্রে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে অপহরণ মামলার মূলহোতা মানিকের বাবা আব্দুল হক ওরফে বিশু উল্টো স্কুলছাত্রীর বাবা হুমায়ুন কবীর সহ ১০জনকে আসামি করে একটি মিথ্যা মামলা করেন গত ১৬ মে আদালতে । অপহরণ মামলার আসামি মানিক সহ তার পরিবার এই সুযোগকে কাজে লাগিয়ে হুমায়ুন কবীরকে তার মামলা তুলে নেয়ার জন্য রাস্তাঘাটে একা পেলে মেরেফেলা ও প্রাণনাশের হুমকী দেয়। এ ঘটনায় হুমায়ুন কবীর নিরুপায় হয়ে আবারো অপহরণকারী আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফোজদারি কার্যবিধি আইনে — ১০৭/ ধারা মতে একটি মামলা করেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, স্কুলছাত্রীর বাবা ৫ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করেছেন। মামলা হওয়ার পর থেকেই আমরা স্কুলছাত্রীকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতারের জোর তৎপরতা চালাচ্ছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ক্রেতা সেজে প্রতারণা, দুই নারী গ্রেপ্তার

আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বীরগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

বোদায় অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে যাওয়ায় রেলপথমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন

বীরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

ওঁরাওদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন

দিনাজপুরে ছিন্নমূল, অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

পঞ্চগড়ে তিন উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম

ঠাকুরগাঁওয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বিরলে চোরাই ইজিবাইক, শ্যালো মেশিন উদ্ধারসহ ২ চোর গ্রেফতার