বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত, জনতা কতৃক ছিনতাইকারী আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বীরগেঞ্জ ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ কাবিরুল ইসলাম (৫০)নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় জেলার খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে মোঃ আবু হানিফ (১৭)কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা।
এদিকে আহত বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আতাউদ্দিনের ছেলে মোঃ কাবিরুল ইসলামকে উদ্ধার করে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় সনকা হাটে বাজার করে বাইসাইকেল যোগে নিজবাড়ীতে ফিরছিলেন ছয়ঘটি গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ আতাউদ্দিনের ছেলে মোঃ কাবিরুল ইসলাম। পথে আলহাজ্ব শমসের আলীর লিচু বাগানে সামনে মটর সাইকেল নিয়ে তার গতিরোধ করে দুই তরুন। এ সময় তার কাছে থাকে ২শত টাকা, মোবাইল ও বাই সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুস্কৃতিকারীরা। কিন্তু কাবিরুল ইসলামের প্রতিরোধ করলে তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। আহত অবস্থায় একজনকে জাপটে ধরে চিৎকার করতে করতে দৌড়ে কাছেই সনকা হাটে নিয়ে আসে। এ সময় অপর ছিনতাইকারী মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। সেখানে উপস্থিত লোকজন ছিনতাইকারীকে আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে আসে। পরে আহত কাবিরুল ইসলামকে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বীরগঞ্জ থানায় নিয়ে যায়।
বীরগঞ্জ থানার এসআই মোঃ তানভীর মাহমুদ জানান, আটক ছিনতাইকারী জেলার খানসামা উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে মোঃ আবু হানিফ (১৭)। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে একটি ভারতীয় তৈরী হিরো মটর সাইকেল এবং একটি ছুরিসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আহত মোঃ কাবিরুল ইসলামের শ্যালক মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর-০৯। তারিখ-০৮/০৯/২০২২ইং। পুলিশ পলাতক এবং ঘটনার সাথে জড়িত আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ ।

তেঁতুলিয়ায় যুব উন্নয়নের দুই মাসব্যাপি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন বরণ গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টিকা নেওয়ার পরেও সাংবাদিক রমজান আলী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত।

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বা খাটে বসে চুল দাড়ি কাটার দৃশ্য !

বোচাগঞ্জে তারুণ্যের উৎসব দিনব্যাপী মেলা ও জুলাই ৩৬ এর চিত্র প্রদর্শনী সমপন্ন

দিনাজপুরে ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় পুলিশের হাতে ধরা