শনিবার , ২২ জানুয়ারি ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ২২, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলায় দেড় শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি শনিবার সকালে
ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে বেলা ১২টায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি রাজিউর রহমান রাজেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রদরুদ্দোজা বদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ রায়।
উক্ত বিতরণি আয়োজনে সাগত বক্তব্য রাখেন —-মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন — মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-সভাপতি সৈয়দ জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন –বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ, সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশে জামাত, বিএনপি ও রাজাকারের দশর রা সব সময়েই কোন না কোন ভাবে দেশটাকে ধংস করার পায়তারায় লিপ্ত থাকে তাদের প্রতিহত করতে আমাদের সোচ্চার থাকতে হবে। দেশে যত ধরনের ছাত্র আন্দোলন হচ্ছে তাতে যেন আমাদের ছেলেরা কোন ভাবে জরিত না থাকেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও