দিনাজপুরের কাহারোল উপজেলায় এবার ১০৬টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। মন্ডপের পাশাপাশি শারদীয় দূর্গাউৎসবের এই প্রস্তুতি চলছে হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরে ঘরে। আগামী ১ অক্টোবর শারদীয় দূর্গাউৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে।
কাহারোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্রে দেব নাথ জানান, এবার কাহারোল উপজেলায় ১০৬টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। জানা গেছে মন্ডপ গুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগরেরা। শুধু মন্ডপে নয় হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলছে শারদীয় এই দূর্গা উৎসবের প্রস্তুতি। সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নতুন কাপর তৈরি সহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত এই সম্প্রদায়ের মানুষ।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান জানান, আসন্ন শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রশাসনের পক্ষ হতে নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রইসউদ্দিন জানান, কাহারোল থানার পক্ষ হতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ৬টি ইউনিয়নে ৬ জন বিট অফিসার তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে।