পঞ্চগড় প্রতিনিধি\ ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ওই মেলার আয়োজন করছে। গতকাল রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের পদস্থ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মেলায় ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তরসহ ২২টি স্টলে তাদের কার্যক্রম তুলে ধরছে।
আটোয়ারী
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ সেবা ও উন্নতির দক্ষ রূপকার- উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ¦ মোঃ রমজান আলী’র সঞ্চালনায় দিবসটির প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি সোহেল রানা, উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নজরুল ইসলাম,রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ,বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার হোসেন, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল প্রমুখ। আলোচনা শেষে উন্নয়ন মেলার স্টলগুলো উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান বলেন, উন্নয়ন মেলায় সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এসডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্তা সৃস্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান সহ সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজননৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।