বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৮:৩৩ অপরাহ্ণ
কর্মস্থলে অনুপস্থিত সহকারী শিক্ষা অফিসাররা!বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার (এ,ইউ,ই,ও)রা প্রায়শই তাদের কর্মস্থলে অনুপস্থিত থাকার ফলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তাদের এই অনুপস্থিতের কারনে স্কুল ভিজিট না করার ফলে প্রাথমিক স্কুলের শিক্ষকরাও ঠিকমত স্কুলে যান না ক্লাশও করেন ন। অথচ প্রতিদিন গড়ে ২/৩টি স্কুল ভিজিট করার কথা থাকলেও তারা তা করেন না।
বোচাগঞ্জ উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীনে ৫টি ক্লাষ্টারে বিপরীতে ৪ জন সহকারী শিক্ষা অফিসার দায়িত্বে রয়েছেন। চলতি সেপ্টেম্বর মাসের অফিসের উপস্থিত হাজিরা খাতায় দেখা যায় যে, সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দীন ছুটি না নিয়েই এ পর্যন্ত ১০ কার্যদিবসের মধ্যে ৮ দিনই অনুপস্থিত। অপর সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামরুল ইসলাম ও মোশারফ হোসেন চলতি মাসেও ছুটি না নিয়ে ৩/৪ দিন অনুপস্থিত ছিলেন। এছাড়াও বিগত কয়েক মাসের অফিসের উপস্থিত হাজিরা খাতায় তাদের বেশ কিছুদিন অনুপস্থিত দেখা গেছে। বিশ^স্ত সুত্রে জানা গেছে, এই ৪ জন সহকারী শিক্ষা অফিসার দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে চাকুরীর সুবাদে তারা কর্তব্য পালনে চরম অবহেলা করছেন। নিজ কর্মস্থলের আবাসিকে থাকার নিয়ম থাকলেও ৩ জনই অফিস করেন জেলা শহর থেকে ও ্একজন হাকিমপুর থেকে। কাজেই নির্দিষ্ট সময়ে অফিসে আসেনও না আবার থাকেন অনুপস্থিত।
এ বিষয়ে সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দীনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমরা বাড়ী থেকে সরাসরি অফিসে না ঢুকে স্কুল ভিজিটে যাই এর কারনে অফিসে আসতে দেরি হয়। এছাড়াও অফিসে এসে উপস্থিত হাজিরা খাতায় সই করতে ভুলে যাই। অপর সহকারী শিক্ষা অফিসার মোশারফ হোসেন জানান, ২/১ দিন দেরিতে আসলেও নিয়মিত অফিস করি ও স্কুল ভিজিটও করি। কাজেই এসব অভিযোগ ভিত্তিহীন বলে তিনি মন্তব্য করেন।
অভিযোগে আরো জানা গেছে, গত ২০২১-২০২২ অর্থ বছরে বোচাগঞ্জ উপজেলার ১৩২টি প্রাথমিক স্কুলের বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কাজের বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৪৮টি স্কুলে দুই লাখ টাকা যে উন্নয়ন মূলক কাজ দেওয়া হয়েছিল এসব স্কুলের প্রধান শিক্ষকের কাছ থাকে অফিসের নাম করে ১৪/১৫ হাজার টাকা নেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন সহ এসব সহকারী শিক্ষা শিক্ষা অফিসার এই টাকা হাতি নিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে বোচাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, কোন শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়া হয়নি। তবে তার বাইরে কোন সহকারী শিক্ষা অফিসার যদি টাকা নিয়ে থাকেন বিষয়টি তিনি তদন্ত করবেন। অফিসে তাদের অনুপস্থিতির কারন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শ্ক্ষিা অফিসার জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং এব্যাপারে তাদেরকে মৌখিক ভাবে বার বার সর্তক করেছেন। এরপরও প্রায়শই তাদের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও বোচাগঞ্জ উপজেলা অফিসারকে অবগত করানো হয়েছে। তাদের এই অনুপস্থিতির কারনে বোচাগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শেখ রাসেল দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারীতে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পীরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি এসএসসি পরীক্ষার্থী সহ ৪ খেলোয়াড় আহত

চাহিদাভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বীরগঞ্জে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত

নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলোনা বিরলের রেল গেটম্যান যুবক হৃদয়ের

নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলোনা বিরলের রেল গেটম্যান যুবক হৃদয়ের

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা  হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পঞ্চগড়ে বিএনপি-জামাতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

আটোয়ারীতে ব্রীজের নীচ থেকে ট্রাক্টর ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী টু পাড়িয়া সড়কটির বেহাল দশা

সাবেক এমপি মরহুম আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

ব্রেকিং নিউজ