রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত বুধবার বিকেলে বলিদারা বাজারস্থ ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে বাজেট ঘোষনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউপি চেয়ারম্যান আব্দুল বাড়ী বাজেট ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব দবিরুল ইসলাম, ইউপি সদস্যগণ, স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ।
ইউপি সচিব দবিরুল ইসলাম জানান,এবারে বাজেটে পরিষদের দু‘টি অংশ থাকে-১ম অংশ রাজস্ব হিসাব এবং ২য় অংশ উন্নয়ন হিসাব। রাজস্ব অংশের কর ও রেট হতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ছয় লক্ষ ষাট হাজার ছয়শত টাকা, লাইসেন্স ও পারমিট হতে তিন লক্ষ আশি হাজার পাঁচশত টাকা এবং অন্যান্য (নিবন্ধন কর সহ) আয় ধরা হয়েছে পঁঞ্চান্ন হাজার, সর্বমোট দশ লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশত টাকা।
বাজেট প্রণয়ন ও অনুমোদন বিধিমালার ১১ ধারা মোতাবেক একানব্বই হাজার তিনশত পঁচাত্তর টাকা উদ্বৃত্ত রেখে খাতওয়ারি দশ লক্ষ পাঁচ হাজার একশত পঁচিশ টাকা ব্যয় ধরা হয়েছে। ২য় অংশ উন্নয়ন খাতে সম্ভাব্য বারো লক্ষ টাকা আয় ধরা হয়েছে। ১ম ও ২য় অংশে সর্বমোট বাইশ লক্ষ ছিয়ানব্বই হাজর পাঁচশত টাকা সম্ভাব্য আয় ধরা হয়েছে।