শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে হাবিপ্রবির অফিসারদের মতবিনিময় সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সকল স্তরের কর্মকর্তাবৃন্দের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় হাবিপ্রবির সংস্থাপন শাখার উপ-পরিচালক কৃষিবিদ ফেরদৌস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু। প্রধান আলোচক ছিলেন আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ উল আলম রনি।
এর আগে সভার শুরুতেই প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ফেডারেশনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মো. মফিজুল ইসলাম মজনু বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নযনের রোল মডেল। দেশকে এগিয়ে নিতে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, উচ্চ শিক্ষার প্রসারে নতুন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। ঠিক এই সময়ে একটি মহল বঞ্চনার এই অভিন্ন নীতিমালার নামে বিশ্ববিদ্যালয় গুলোকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তিনি বলেন, অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে হলে সেখানে আমাদের ১২ দফা সংযুক্ত করতে হবে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে ইউজিসি’র সাথে সভা করেছি, শিক্ষা উপমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি, সামনে আমরা শিক্ষামন্ত্রী ও প্রয়োজনে আমাদের শেষ ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবো। এই যাত্রায় আমরা হাবিপ্রবির সকল পর্যায়ের অফিসারদের পাশে চাই। আমাদের আর পেছনে ফিরে তাকানোর বা ছাড় দেয়ার কোন সুযোগ নেই।
প্রধান আলোচক ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। ত্যাগ ছাড়া কোন কিছু আদায় করা সম্ভব নয়, আমাদেরকেও আমাদের দাবী বাস্তবায়ন করতে হলে ত্যাগের মানুষিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন আপনারা ঐক্যবদ্ধ হোন, সকলেই এক কাতারে একই ছায়ার নিচে আসেন। আপনারা তথা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৭ হাজার কর্মকর্তা ঐক্যবদ্ধ হলে কোন ধরণের বঞ্চনার অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে আমরা দিবো না। অনেক দলাদলি হয়েছে, অনেক গ্রæপিং হয়েছে কিন্তু আখেরে কারোই লাভ হযনি। তাই আমাদের এক হওযার কোন বিকল্প নেই।
বক্তব্যে তিনি হাবিপ্রবিতে কর্মকর্তা সমিতি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন এবং দ্রæত সময়ে তা গঠনের জন্য তাগিদ দেন। তিনি বলেন বিভিন্ন ভাবে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, কর্মকর্তাদের পদগুলো তাদের বুঝিয়ে দেয়া হয়না, এভাবে চলতে পারেনা, চলতে দেয়া হবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত