রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আইনজীবীর হাতে শ্রমিক নেতা লাঞ্চিত তিন ঘন্টা পর শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে আইনজীবী কর্তৃক শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাকা সড়ক অবরোধ তিন ঘন্টার পর তুলে নিয়েছে শ্রমিকরা। গতকাল রোববার বিকেলে ওই আইনজীবী প্রকাশ্যে শ্রমিকদের কাছে ক্ষমা চাওয়ার পর সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা। এর আগে পঞ্চগড় জেলা মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী মিয়াকে মারধরের প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা দুপুর একটা থেকে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক, পঞ্চগড় ট্রাক টার্মিনালের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এবং পরবর্তীতে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে। এতে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে পথচারীরা।
জানা যায়, শনিবার রাতে পঞ্চগড় পৌরসভার তেলীপাড়া এলাকায় ট্রাক টার্মিনাল সংলগ্ন বিসিক মাঠে সাতজন চালক-শ্রমিককে জুয়া খেলার দায়ে আটক করে পুলিশ। গতকাল রোববার সকালে আদালতে তাদের জামিনের আবেদনের জন্য যান মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী মিয়াসহ শ্রমিক নেতারা। এসময় আসামী জামিন করার বিষয়ে আদালতের আইনজীবী আবুল কালাম আজাদ লিটনের সাথে তাদের আলোচনা হয়। এ সময় শ্রমিক নেতা আকবর ও আইনজীবি লিটনের সাথে তর্ক ও পরে তাদের দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় তিন ঘন্টার অবরোধ ও বিক্ষোভ চলার পর বিকেলে পঞ্চগড় জেলা জজ আদালতের সরকারী কৌসুলী (পিপি) আমিনুর রহমানের চেম্বারে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, আইনজীবী ও শ্রমিক নেতারা আলোচনা বসে বিষয়টি সমোঝোতা করলে আইনজীবী আবুল কালাম আজাদ লিটন প্রকাশ্যে তার ভুলের জন্য ক্ষমা চাইলে বিকেল ৪টার পর শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে গুজব ছড়ানোর পর ফের উত্তেজনা \ মাইক্রোবাসে আগুন ৩ মামলায় আসামী ৭ হাজার \ গুজব সৃষ্টিকারী যুবদল নেতাসহ আটক ২৩ \ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

ঘোড়াঘাটে ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জয়

বালিয়াডাঙ্গীতে টিসিবি বিতরণে অনিয়মের অভিযোগ

শেখ হাসিনার নেতৃত্বে এদশটাকে উন্নত দেশে পরিনত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি—রমেশ চন্দ্র সেন এমপি

পীরগঞ্জে ভূমিহীনদের উপর হামলা-মামলা প্রতিরোধে সভা

চিরিরবন্দরে পরিচিতি ও মতবিনিময় সভা

রাণীশংকৈলে কোটিপতি অতিদরিদ্রের তালিকায়, এলাকায় আলোড়ন

বীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার প্রস্তুত: ৩৭০ ভূমিহীন পরিবার পাচ্ছে স্বপ্নের ঘর

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি  লিঃ’র বার্ষিক সাধারণ সভা

ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ’র বার্ষিক সাধারণ সভা

সকল ধর্মের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ-এমপি গোপাল