বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে পাটবীজ চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর -২০২২) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১১ ইউনিয়ন হতে ৫০ জন পাটবীজ চাষী প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র। প্রশিক্ষণ প্রদান শেষে পাটচার্ষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম।