রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা পরিষদের নব-নির্মিত পরিষদ ভবনের সামনে পানিবাহিত আধুনিক লাইটিং সজ্জিত ফোয়ারা উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফোয়ারার বৈদ্যুতিক সুইচ চেপে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইন্দ্রজিত সাহা,অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমী আকতার, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,প্রভাষক প্রশান্ত বসাক রাণীশংকৈল অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়শনের সাধারন সম্পাদক খুরশিদ আলম শাওন প্রমূখ।