সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম নতুন ভোটর হতে পদে পদে হয়রানী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার হতে এসে পদে পদে হয়রানীর শিকার হচ্ছে নতুন ভোটারেরা, ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার ফর্ম না পেয়ে হতাশ হয়ে ফিরছেন অনেকে, ভোটারদের বাড়ী বাড়ী তথ্য সংগ্রহ না করায় বাদ পড়ছেন অনেকে।
সোমবার বেলা ১২টায় ভোটার তালিকায় অর্ন্তভুক্তর জন্য ফর্ম না পেয়ে, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায় নতুন ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার জন্য তথ্য সংগ্রহকারী ও নির্বাচন অফিস কয়েক দফা ঘুরাঘোরির পরেও তথ্য ফর্ম না পেয়ে তারা এ অভিযোগ করেছেন।
এদিকে একই অভিযোগ করেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন। তিনি বলেন উপজেলা নির্বাচন কার্যলয় থেকে প্রয়োজন অনুযায়ী ভোটার তথ্য ফর্ম সরবরাহ না করায়, নতুন ভোটারদের পদে পদে হয়রানীর শিকার হতে হচ্ছে।
এদিকে ভোটার ফর্ম সরবরাহ নিয়ে বিপরিতমুখী বক্তব্য দিয়েছেন ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন জেলা নির্বাচন অফিসারের কার্যলয় থেকে ফর্ম সরবরাহ না করায় নতুন ভোটারদের হাতে ফর্ম দেয়া সম্ভাব হচ্ছেনা।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক এঅভিযোগ অস্বীকার করে বলছেন চাহিদা অনুযায়ী ফর্ম সরবরাহ করা হচ্ছে উপজেলা নির্বাচন কার্যলয়ে।
হালনাগাদ ভোটার হতে আসা ৬নং ওয়াডের কানাহার গ্রামের আমিনুল ইসলাম বলেন, তিনিসহ তার সাথে একই ওয়াডের স্বজন পুকুর গ্রামের আশিক, হৃদয়, ৭নংওয়াডের কাটাবাড়ী গ্রামের তনময়, ফাহিম, লিমন, আওলাদ, জাহানারা জ্যোতি, ৫নং ওয়াডের পূর্ব গৌরীপাড়া গ্রামের রাজিন, ৮নং ওয়াডের কাটাবাড়ী গ্রামের তানভির, সৌমিক, ২নং ওয়াডের সুজাপুর চাঁদপাড়া গ্রামের সুলতানসহ অনেকে ভোটার হতে এসে দেখতে পায় তথ্য সংগ্রহকারীরা তাদের তথ্য সংগ্রহ করেনি, এখন তাদের তথ্য পুরনের জন্য ফর্ম সরবরাহ করছেনা, ফর্মের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যলয়ে গিয়েও, ফর্ম না পেয়ে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
জানাগেছে গত (১৭ সেপ্টেম্বর) শনিবার থেকে শুরু হয়েছে ফুলবাড়ী পৌরসভায় হালনাগাদ ভোটার তালিকা প্রনয়ণ ও ছবি তোলার কাজ, সেখানে গিয়ে দেখা যায় নতুন ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়ার জন্য এসে তথ্য সংগ্রহকারীদের নিকট ভোটার হওয়ার ফর্ম না পেয়ে তথ্য সংগ্রহকারী ও নির্বাচন অফিস ছুটা-ছুটি করছেন ভোটার হতে আসা নতুন ভোটারেরা। নতুন হাল নাগাদ ভোটার তালিকার তথ্য সংগ্রহকারীরা বলছেন নির্বাচন অফিস থেকে চাহিদা অনুযায়ী ফর্ম সরবরাহ না করায়, তারা নতুন ভোটারদের ফর্ম সরবরাহ করতে পারছেনা।
এদিকে বাড়ী বাড়ী তথ্য সংগ্রহ না করার অভিযোগ উঠেছে তথ্য সংগ্রহকারীদের বিরুদ্ধে, এতেকরে অনেক নতুন ভোটার বাদ পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। এলাকায় নতুন ভোটারদের তথ্য সংগ্রহকারীদের মধ্যে হাতে গোনা দু-একজন এলাকার নতুন ভোটারের তথ্য জানাতে পারলেও, অধিকাংশ তথ্য সংগ্রহকারীদের নিকট নাই নতুন ভোটারদের সঠিক তথ্যই। ১নং ওয়াড উত্তর সুজাপুর গ্রামের তথ্য সংগ্রহকারী পলি শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান বলেন তিনি, তার এলাকায় ১৭১ জনের নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন, কিন্তু উপজেলা নির্বাচন কার্যলয় থেকে তাকে ১৪০টি ফর্ম সরবরাহ করা হয়েছে, একারনে সকল ভোটারদের নিকট ভোটার তথ্য ফর্ম সররাহ করা সম্ভাব হয়নি। একই কথা বলেন ৪নং ওয়াডের তথ্য সংগ্রহকারী খয়েরবাড়ী মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক কুমার, তিনি বলেন ৪নং ওয়াড থেকে ১৫২ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন কিন্তু তাকে ফর্ম সরবরাহ করা হয়েছে ১২৬টি, একারনে সকল ভোটারদের তিনি ফর্ম সরবরাহ করতে পারেননি।
এদিকে নতুন ভোটারদের কোন তথ্যই জানাতে পারেননি ২নং ওয়াডের দক্ষিন সুজাপুর গ্রামের তথ্য সংগ্রহকারীসহ, ৫নং, ৬নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়াডের তথ্য সংগ্রহকারীরা, সেই এলাকায় কতজন নতুন ভোটার আছে সেই তথ্যই তারা জানাতে পারেনি।
উপজেলা নির্বাচন কার্যলয় সুত্রে জানা গেছে হাল নাগাদ ভোটার তালিকা প্রনয়নের জন্য গত ২১ আগষ্ট থেকে শুরু হয়েছে নতুন ভোটারদেও তথ্য সংগ্রহের কাজ, তথ্য সংগ্রহের জন্য পৌর এলাকার প্রতিটি ওয়াডে চারজনকে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে ও প্রতিটি ওয়াডে একজন করে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। যাতে ভোটারদেও বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটারদেও তথ্য সংগ্রহ করা হয, কিন্তু অধিকাংশ তথ্য সংগ্রহকারী বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ না করায়, বাদ পড়তে বসেছে অনেকে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, তথ্য সংগ্রহকারীদের দেখভাল করার জন্য একজন করে সুপার ভাইজার দেয়া হচ্ছে, কেই বাদ পড়লে আবারো তাদেরকে নতুন তালিকায় অর্ন্তভুক্ত করা হবে বলে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত