দিনাজপুর জেলা আইনজীবী সমিতি আয়োজিত বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সমিতির নতুন ভবনের ৩য় তলার হলরুমে গত ২০১৮সালের ২৩ ডিসেম্বর, ২০২১ সালের ২৫সেপ্টেম্বর ও ২০২৩সালের ৯মার্চে তালিকাভুক্ত নবীন বিজ্ঞ আইনজীবীগণের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশনের তৃতীয় দিন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইন, বার ও বেঞ্চ সু সম্পর্ক বিষয়ের উপর আলোচনা করেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ তহিদুল হক সরকারের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে দেওয়ানী মামলার আর্জি, জবাবসহ আনুষাঙ্গিক দরখাস্তের মুসাবিদা খতিয়ান ও দলিল সংগ্রহ করণ বিষয়ের উপর আলোচনা করেন সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ জিয়াউর রহমান আমিন, দেওয়ানী মামলার জবানবন্দী জেরা ও প্রমাণ চিহ্নিতকরণ বিষয়ের উপর আলোচনা করেন সিনিয়র আইনজীবী ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ লিয়াকত আলী-২, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও ভূমি অপরাধ বিষয়ক আইন-২০২৩ বিষয়ের উপর আলোচনা করেন সিনিয়র আইনজীবী এ্যাডঃ নিত্যানন্দ রায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রয়োগ বিষয়ের উপর আলোচনা করেন সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ সাইদুর রহমান, পারিবারিক আইন বিষয়ের উপর আলোচনা করেন সিনিয়র আইনজীবী এ্যাডঃ শ্রী সরোজ গোপাল রায়, বার ও বেঞ্চের সম্পর্ক বিষয়ের উপর আলোচনা করেন সিনিয়র আইনজীবী এ্যাডঃ মোঃ হাসনে ইমাম নয়ন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোঃ তহিদুল হক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আবু নঈম মোঃ হাবিবুল্লাহ। উক্ত ওরিয়েন্টেশনে ২০২৩, ২০২১ ও ২০১৮ সালের সনদপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবীগণ ও নবীণ আইনজীবীগণ অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।